ওয়েবসাইট কি? ডোমেইন এবং হোস্টিং কি? বাংলাদেশের ১০টি সেরা হোস্টিং কোম্পানি
ওয়েবসাইট কি (What is Website)
উকিপিডিয়ার মতে ওয়েবসাইট বলতে বোঝায়, কোন নির্দিষ্ট ওয়েব সার্ভারে রাখা- ওয়েব পেজ,ভিডিও,অডিও, ছবি বা যে কোন ধরণের তথ্য যা ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে অ্যাক্সেস করা যায়। আমরা যখন আমাদের ব্রাউজার থেকে কোন ওয়েবসাইট কে অ্যাক্সেস করার চেষ্টা করি, তখন সার্চকৃত ওয়েবসাইটটি কোন ওয়েবসার্ভার থেকে এইচটিটিপি প্রোটোকলের মাধ্যমে সমস্ত ফাইলকে একত্রে করে একটি এইচটিএমএল ডকুমেন্ট আকারে আমাদের সামনে প্রদর্শন করে।
সহজ ভাবে বললে, ওয়েবসাইট হল ইন্টারনেটে থাকা একটি তথ্য ভাণ্ডার এর সমষ্টি। এটি একটি নির্দিষ্ট ডোমেইন নামের অধীনে সংগঠিত ওয়েব পৃষ্ঠা, ছবি, অডিও, ভিডিও ও অন্যান্য ডিজিটাল তথ্যের সমষ্টি। ওয়েবসাইটগুলি সাধারণত একটি ওয়েব সার্ভারে সংরক্ষিত থাকে এবং একটি ওয়েব ব্রাউজার ব্যবহার করে অ্যাক্সেস বা প্রবেশ করা যায়।
A website is a collection of files accessed through a web address, covering a particular theme or subject, and managed by a particular person or organization.a website is a page or collection of pages on the World Wide Web that contains specific information which was all provided by one person or entity and traces back to a common Uniform Resource Locator (URL).”
ওয়েবসাইট কত প্রকার
ওয়েবসাইট মূলত ২ ধরনের হয়ে থাকে। একটি হলো স্ট্যাটিক ওয়েবসাইট এবং অপরটি হলো ডাইনামিক ওয়েবসাইট।
স্ট্যাটিক ওয়েবসাইট কি?
স্ট্যাটিক ওয়েবসাইট হলো
এমন এক ধরনরে ওয়েবসাইট যেখানে আপনার তথ্য গুলো ফিক্সড থাকে। মানে আপনি যে তথ্য
গুলো দিয়েছেন তা অটোমেটিকালি পরিবর্তন হবে না। আপনি যে ভাবে তৈরী করেছিলেন
সেভাবেই থাকবে। এই সব স্ট্যাটিক ওয়েবসাইটগুলো HTML দিয়ে তৈরী করা হয়। এর জন্য
আপনার কোন ডাটাবেজের প্রয়োজন হয় ন।
যেহেতু আপনার ওয়েবসাইটের তথ্যগুলো ফিক্সড সেহেতু যদি কখনো তথ্য পরিবর্তন করার
প্রয়োজন হয় তাহলে সেই তথ্য সম্বলিত পাতাটি ওয়েব সার্ভার থেকে ডাউনলোড করে তারপর
পরিবর্তন করে আবার ওয়েব সার্ভারে এ রেখে দিতে হবে। মানে সব কিছুন ম্যানুয়াল।
ডাইনামিক ওয়েবসাইট কি?
স্ট্যাটিক ওয়েবসাইটের উল্টোটাই হলো ডাইনামিক ওয়েবসাইট। যেখানে আপনার তথ্য গুলো অটোমেটিকালি পরিবর্তন হবে আপনার লেখা প্রোগ্রামিং কোডের মাধ্যমে। যেমন আপনি যে আজকে আমার ওয়েব সাইট ভিজিট করেন তাহলে দেখতে পারবেন আজকের তারিখ কিন্তু আবার যদি ২ দিন পর আমার ওয়েবসাইট ভিজিট করনে তাহলে দেখতে পারবেন ২ দিন পরের তারিখ। এখানে আমি শুধু কোডের মাধ্যমে একটি সিস্টেম তৈরী করে রেখেছি যার ফলে আপনি একেক দিন এসে একেক তারিখ দেখতে পাচ্ছেন। মানে তথ্য অটোমেটিকালি পরবির্তন হচ্ছে। এটাই হলো ডাইনামিক ওয়েবসাইটের কাজ।
ডোমেইন এবং হোস্টিং কি?
১) ডোমেইন কি?
ওয়েরসাইট তৈরী করতে হলে আপনাকে আপনার ওয়েবসাইটের একটি নাম দিতে হবে। আর ওয়েবসাইটের সেই নামকেই বলা হয় ডোমেইন। যে নামের মাধ্যমে আপনার ওয়েবসাইট লোকজন খুজে পাবে সেটাই হলো ডোমেইন। যেমন আমরা ফেইসবুক কে খুজে পাই www.facebook.com দিয়ে। গুগল কে অমারা খুজেপাই www.google.com দিয়ে। যে নাম দিয়ে আপনার ওয়েবসাইট একজন লোক ভিজিট করবে সেটাই হলো আপনার ওয়েবসাইটের ডোমেইন । ডোমেইন শুধুমাত্র .com দিয়েই হবে সেরকম নয়, বিভিন্ন ধরনের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ডোমেইন লোকজন ব্যবহার করে। ব্যবসা বা সাধারন ব্যবহারের জন্য সবাই .com ই ব্যবহার করে। তবে বিভিন্ন ধরনের ওয়েবসাইটের জন্য লোকজন বিভিন্ন ডোমেইন এক্সটেনশন ব্যবহার করে যেমন: অরগানাইজেশনের জন্য .org, নেটওয়ার্কিং সাইটের জন্য .net ইনফরমেশন সাইটের জন্য .info ইত্যাদিসহ আরও অনেক ধরনের ডোমেইন ব্যবহার করা হয়।
উপরে যে ডোমেইনের কথা বলা হলো সেটা প্রিমিয়াম ডোমেইন। এগুলো আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে হলে আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। সাধারনত এধরনের ডোমেইনের মূল্য ৮০০-২০০০ টাকার মধ্যে হয়ে থাকে এক বছরের জন্য।
২) হোস্টিং কি?
অনেকেই ডোমেইন কি তা জানেন কিন্তু হোস্টিং কি তা জানেন না। আপনি একটি ডোমেইন কিনলেন তাহলে আপনি আপনার ওয়েবসাইটের একটি নাম কিনলেন। আপনার ওয়েবসাইট কে এমন একটা পিসি তে রাখতে হবে যেটা ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অন থাকবে। সবসময় চালু থাকে এমন একটা পিসিতে আপনার ওয়েবসাইট রাখার সুবিধা দিয়ে থাকে হোস্টিং কোম্পানীগুলো। হোস্টিং কোম্পানীগুলো মাসিক বা বাৎসরিক টাকার বিনিময়ে এ সার্ভিস দিয়ে থাকে। বিভিন্ন কোম্পানী বিভিন্ন ধরনের মূল্যে হস্টিং প্রভাইড করে। বাংলাদেশে আপনাকে হোস্টিং নিতে হলে বিভন্ন কোম্পানীকে বিভিন্ন ধরনের মূল্য পরিশোধ করতে হবে। তাদের পিসি থেকে নিদৃস্ট পরিমান জায়গা আপনাকে কিনে ব্যবহার করতে হবে।আর আপনি আপনার ওয়েবসাইটের জন্য যে জায়গাটা কিনবেন সেইট হলো হোস্টিং।আপনি চাইলে আপনার বাসার পিসিতেও আপনার ওয়েবসাইট রাখতে পারেন কিন্তু আপনার বাসার পিসি কি ২৪ ঘন্টা ৩৬৫ দিন চালু থাকে? আপনি আপনার পিসিতে ওয়েবসাইট রাখলে আপনার কম্পিউটার বন্ধ বা ইন্টারনেট সংযোগ না থকলে আপনার ভিজিটর আপনার ওয়েবসাইট দেখতে পারবে না।আপনি যে পিসিতে আপনার ওয়েবসাইট হোস্ট করবেন সেটা সবসময় চালু থকতে হবে। আপনার সাইট হোস্ট করা পিসি চালু থাকলেই আপনার ভিজিটর আপনার ওয়েবসাইট দেখতে পাবেন।
বাংলাদেশের হোস্টিং কোম্পানী সহ বিশ্বের যে সকল হোস্টিং কোম্পানী আছে, তারা বিভন্ন ধরনের হোস্টিং বিক্রি করে। যেমন: শেয়ার হোস্টিং, ভিপিএস, ডেডিকেটেড সার্ভার ইত্যাদি। আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে হোস্টিং স্পেস কিনতে হবে।
বাংলাদেশের ১০টি সেরা হোস্টিং কোম্পানি
বাংলাদেশের ১০টি সেরা হোস্টিং কোম্পানি-Top 10 Web Hosting company in Bangladesh.
যেকোন ওয়েব সাইটের এর জন্য সর্ব প্রথম যে জিনিসটার প্রয়োজন হয়, তা হচ্ছে ওয়েব হোস্টিং। কারণ আপনার ওয়েবসাইটকে রান বা পরিচালোনা করার জন্য আপনাকে হোস্টিং নিতেই হবে। আর হোস্টিং এর মাধ্যমে আপনার সাইট ভিজিবল বা লাইভ হয়ে আপনার ওয়েবসাইটের যাবতীয় কন্টেন্ট আপনার সাইটে আপনার ভিজিটর দেখতে পাবে। কিন্তু আপনার সাইটের জন্য হোস্টিং নিবেন কই থেকে। আর কিভাবে খুজে বের করবেন আপনার সাইটের জন্য সেরা হোস্টিং কোম্পানি। কারণ ভালোমানের হোস্টিং সার্ভিস না নিলে আপনার সাইটের জন্য ভালো পারফামেন্স পাবেন না। সুতরাং একটা ভালো মানের ওয়েবসাইট তৈরির জন্য ভালো মানের হোস্টিং এবং সেই সাথে মানসম্পূন্ন ও দায়িত্বশীল হোস্টিং প্রোভাইডার বা কোম্পানি সিলেক্ট করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
বাংলাদেশের ১০ টি সেরা হোস্টিং কোম্পানি
১। হোস্টসেবা (hostseba.com)
২। ডায়ানাহোস্টি (DianaHost)
৩। আলফা নেট বিডি (Alpha net.bd)
৪। এক্সন হোস্টি (ExonHost)
৫। জিয়ন বিডি (XeonBD)
৬। রিয়েল আইটি সলুশন (Real IT Solution)
৭। ওয়েব হোস্ট বিডি (Web Host BD)
৮। হোস্টিং বাংলাদেশ (Hosting Bangladesh)
৯। ঢাকা ওয়েব হোস্ট (Dhaka Web Host)
১০। হোস্ট এভার (Hostever)
বর্তমানে বাংলাদেশে আরও অনেক হোস্টিং কোম্পানি আছে যারা অনেক ভাল মানের হোস্টিং সার্ভিস প্রদান করে আসছে। উল্লেখিত বাংলাদেশের সেরা ১০টি হোস্টিং কোম্পানি এর লিস্ট এ সার্ভিস এবং কোম্পানি এর সেবা এর মানের উপর ভিত্তি করে লিস্টিং করা হয়েছে। এখান থেকে সার্ভিস এর পরিপেক্ষিতে আপনারা সঠিক হোস্টিং কোম্পানি বাছায় করে নিতে পরবেন সহজেই, একজন নতুন অথবা পুরাতন যে কেউ সহজেই তাদের নির্দিষ্ট সেবা খুজে নিতে সাহায্য করবে এবং উল্লেখিত ১০ টি সেরা হোস্টিং কোম্পানি এর যে কোন কোম্পানি থেকে আপনি নির্দিধায় হোস্টিং সার্ভিস নিতে পারেন এবং আশা করি আপনি আপনার সেরা সেবাটায় পাবেন।
Article Credits: itnuthosting.com, infoportalbd.com, amarcourse.com, cyberdeveloperbd.com
No comments